সীতাকুন্ডে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত

সম্পাদকীয় প্রতিবেদন:

সীতাকুন্ডে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত

২৯-১০-২০১৯ইং মঙ্গলবার উপজেলার ছোট কুমিরা এলাকায় RAB র‍্যাবের সঙ্গে আন্তঃজেলা ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনায় ডাকাত দলের ৩ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)। তবে র‍্যাব তাৎক্ষনিকভাবে নিহত ৩ জনের নাম পরিচয় জানাতে পারেনি।
আজ ভোর রাত আনুমানিক সাড়ে ৩ঘটিকায় এই বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটেছে।
ঘটনাস্থল থেকে র‍্যাব বিপুল পরিমাণ অস্ত্র সরন্জাম উদ্ধার করেছে বলে জানিয়ে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মাহমুদুল হাসান মামুন গনমাধ্যমকে বলেন , ছোট কুমিরা এলাকায় র‍্যাবের টহল দল ও আন্তঃজেলা ডাকাত দলের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে, পরে ঘটনাস্থল থেকে তিন জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

সীতাকুন্ডে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত
উদ্ধারকৃত অস্ত্র

এ সময় একটি বিদেশী পিস্তল সহ দুটি অস্ত্র, ১২ রাউন্ড গুলি এবং বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে র‍্যাব -৭ এর টহল দল। উল্লেখ্য যে, ইতিপূর্বে গত সপ্তাহেও র‍্যাবের সাথে বন্ধুক যুদ্ধে বাড়বকুন্ডের এক ডাকাত নিহত হয়েছিল।।