আজ ১৫ জানুয়ারী ২০২১ ইং বেলা সাড়ে ১২ ঘটিকায় সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে সীতাকুন্ড যুব প্রগতিশীল ফাউন্ডেশন এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সীতাকুন্ড যুব প্রগতিশীল ফাউন্ডেশন (সীযুপ্রফা) এর প্রধান উপদেষ্টা/ বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা,শাখার সদস্য সচিব জাতীয় মানবাধিকার সংস্হা, সেভ দ্যা হিউম্যানিটি- বাংলাদেশ, সীতাকুন্ড উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁনের নেতৃত্বে সীযুপ্রফার সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আলফাজ ও সাংগঠনিক সম্পাদক রায়হান সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহিত রূদ্ধধার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় পরিচয় পর্ব শেষে আইন সংক্রান্ত নানান বিষয়ে আলোচনা হয় এবং পরস্পর পরস্পরের সহযোগীতা নিয়ে আগামীতে আইন শৃংখলা উন্নতিসহ ভাল বিষয়গুলোকে সামনে রেখে একযোগে কাজ করবার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
মতবিনিময় সভা শেষে সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সীযুপ্রফার প্রস্তুতকৃত ক্যালেন্ডারটি শুভেচ্ছাস্বরূপ প্রদান করা হয়। জবাবে সীতাকুন্ড মডেল থানার ও.সি সব সময় পাশে থাকবার অঙ্গীকার ব্যক্ত করা হয়।