করোনা সংক্রমণ ঠেকাতে দীর্ঘ ৫ মাস ধরে বন্ধ বেশিরভাগ ট্রেন চলাচল। এবার রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে আগামী ৩১ আগস্ট থেকে রেলওয়ে পূর্বাঞ্চলের সব ট্রেন চালু হচ্ছে।
আজ ১২ আগস্ট বুধবার রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ওমর ফারুক বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।
তিনি বলেন, ৩১ আগস্ট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে প্রকাশ, বর্তমানে চট্টগ্রাম থেকে সুবর্ণ, মেঘনা ও উদয়ন এক্সপ্রেস তিনটি ট্রেন চলাচল করছে। আগামী ১৬ আগস্ট রোববার প্রথম ধাপে বিজয় এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেস তিনটি ট্রেন চালু হবে। এরপর ২৩ আগস্ট পাহাড়িকা, তূর্ণা ও মেইল এক্সপ্রেস তিনটি ট্রেন এবং ৩১ আগস্ট সোনার বাংলা ও চট্টলা এক্সপ্রেস দুইটি ট্রেন চালু করার মধ্যে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এসব ট্রেনের টিকিট অনলাইনে ৫ দিন আগে দেওয়া হবে।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাদেকুর রহমান বলেন, সকল ট্রেনের টিকিট অনলাইনে ৫দিন আগে দেওয়া হবে। কোনো প্রকার স্ট্যান্ডিং টিকিট ইস্যু করা হবে না। স্বাস্থ্যবিধি মেনে দুই সিটের বিপরীতে একটি টিকিট বিক্রি করা হবে।