সাম্প্রতিক শিরোনাম

আসন্ন বাজেটে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের পর্যাপ্ত বরাদ্ধের দাবীতে কুমিল্লায় বিক্ষোভ

গরীবের জন্য বরাদ্ধ গরীবরা পায় না, বরাদ্ধ লুটে খায় রাজনৈতিক নেতা-কর্মী ও আমলারা।
বুধবার বিকেলে “কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই” এশ্লোগানকে সামনে রেখে বাজেটে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য পর্যাপ্ত পৃথক বরাদ্ধের দাবীতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দেশব্যপী রাজপথে বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে কুমিল্লা মহানগরে উক্ত কর্মসূচী পালনকালে বক্তারা ওই বক্তব্য তুলে ধরেন।

বক্তারা আরো বলেন, ক্ষেতমজুররা তাদের স্বার্থে আন্দোলন করে, দাবী আদায় করে আর তার সুফল ভোগ করে লুটেরা রাজনৈতিক নেতা-কর্মী ও আমলারা।

আসন্ন বাজেটে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য পর্যাপ্ত পৃথক বরাদ্ধের দাবী জানিয়ে বক্তারা আরো বলেন, ‘অবিলম্বে পল্লী রেশনিং চালু করে চাল-আটা ৫ টাকা, তেল-ডাল ৩০ টাকা, লবন-চিনি-কেরসিন ১৫টাকা দরে সরবরাহ করতে হবে।

গ্রামীণ কর্মসূচী ও প্রকল্প বাড়াতে হবে। দূর্নীতি-অনিয়ম-লুটপাট বন্ধ করতে হবে ইউপি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

ক্ষেতমজুরদের কর্মক্ষম সন্তানদের ভোকেশনাল ট্রেনিং দিয়ে দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করতে হবে। ‘১০০ দিনের কর্মসৃজন কর্মসূচী’ পূণ:রায় চালুসহ মজুরি বৃদ্ধি করতে হবে।

ক্ষেত মজুরের সন্তানদের বিনা খরচে সুশিক্ষা নিশ্চিত করতে হবে। খাইখালাসি আইন করে এনজিও ঋণের অত্যাচার বন্ধসহ ক্ষেতমজুরদের ন্যয্য ১০ দফা দাবী মেনে নিয়েই আসন্ন বাজেটে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য পর্যাপ্ত পৃথক বরাদ্ধ রাখতে হবে।

বুধবার বিকেলে একটি বিক্ষোভ মিছিল কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু করে মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কান্দিরপাড় পূবালী চত্তরে এসে এক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ক্ষেতমজুর সমিতি কুমিল্লা জেলা সভাপতি পরেশ কর’র সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা ডাঃ খলিলুর রহমান বাঙ্গালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন এবিএম আতিকুর রহমান বাশার, বিকাশ দেব, সৈয়দ খলিলুর রহমান বাবুল, এডভোকেট অশোকদেব জয়, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর ও জাতীয় সম্পদরক্ষা কমিটি কুমিল্লা জেলা সদস্য সচিব নাছিরুল ইসলাম মজুমদার প্রমূখ।

সর্বশেষ

বাংলাদেশের ও চাপ আছে পশিচমাদের উপর: খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোঃ মশিউর রহমান বিপুল: শুধু বাংলাদেশের উপর পশিচমাদের চাপ নয়,বাংলাদেশের ওচাপ আছে পশিচামাদের উপর। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছি,আলোচনার টেবিলে বাংলাদেশ স্বাধীন হয়নি।...

বাংলাদেশের জাহাজ ভাঙ্গা শিল্পে পরিবেশবান্ধব বা গ্রীন শিপ ইয়ার্ডের শুভ যাত্রা শুরু

সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক অঙ্গনে শীপ ব্রেকিং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এক নম্বরে উঠে এসেছে বাংলাদেশের নাম। এবার অতি সম্ভাবনাময় এই খাতটিকে আন্তর্জাতিক মানের পর্যায়ে নিয়ে যেতে...

নতুন বিতর্কিত ম্যাপ প্রকাশ করে বিশ্বকে কি বার্তা দিতে চায় রেড জায়ান্ট চীন?

গত ২৮শে আগস্ট চীনের শি জিং পিং সরকার দেশটির এক নতুন ও বিতর্কিত মানচিত্র প্রকাশ করে। যেখানে ভারতের উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশকে নিজেদের অঞ্চল...

রাশিয়ার নিউক্লিয়ার যুদ্ধের হুংকার আসলে ঠিক কতটা যৌক্তিক?

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে অদূর ভবিষ্যতে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ও পশ্চিমা বিশ্বকে মোকাবেলায় রাশিয়া এবার তার অত্যন্ত ভয়ংকর অস্ত্র আরএস-২৮ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নিউক...
bn_BDবাংলা