সাম্প্রতিক শিরোনাম

দক্ষিণ সিটির ২৭নং ওয়ার্ডে ময়লা সরানোর বিল শতভাগ বৃদ্ধি

দক্ষিণ সিটি করপোরেশনের একটি ওয়ার্ডে বাসাবাড়ি থেকে ময়লা সরানোর বিল হঠাত্ দ্বিগুণ করার অভিযোগ পাওয়া গেছে।

বর্তমান করোনা পরিস্থিতিতে এভাবে বিল বাড়ানোকে অবিবেচনাপ্রসূত বলে মনে করছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। ভুক্তভোগীদের অভিযোগে জানা গেছে, সিটি করপোরেশনের সিদ্ধান্ত অনুযায়ী বাসাবাড়ি থেকে ময়লা সরানোর দায়িত্ব পালন করে বিভিন্ন বেসরকারি সংস্থা।

বাসা বা ফ্ল্যাটপ্রতি আগে ১০০ টাকা বিল নেওয়া হলেও গত জুলাই থেকে হঠাৎ তা বাড়িয়ে ২০০ টাকা করে আদায় করা হচ্ছে।

দক্ষিণ সিটির ২৭ নম্বর ওয়ার্ডের জয়নাব রোড, বকশীবাজার, বোর্ড অফিস, খাজে দেওয়ানসহ বিভিন্ন এলাকায় এই বাড়তি বিল আদায় করা হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা তানিয়া ও সুজন জানান, সমাজসেবার লোকজন ঠিকমতো ময়লা না নিয়ে গেলেও জোরপূর্বক বিল আদায় করে থাকে। তাঁরা বলেছেন, সিটি করপোরেশন থেকে এই বিল নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বাড়তি টাকা না দিলে ময়লা নেওয়া হবে না বলে হুমকিও দেয় তাঁরা। প্রায়ই টানা কয়েক দিন ময়লা নিতে আসে না কেউ, কিন্তু মাসের নির্দিষ্ট তারিখে বিল নিতে ঠিকই হাজির হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক কালের কণ্ঠকে বলেন, ‘আমরা তাদের এমন কোনো অনুমতি দিইনি।

ময়লা সরানোর জন্য সর্বোচ্চ ১০০ টাকা নেওয়ার অনুমোদন দিয়েছি। যদি তারা এর বেশি নেয়, তাহলে সেটা বেআইনি হবে।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...