সাম্প্রতিক শিরোনাম

বাজার মনিটরিং কালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলা : থানায় মামলা দায়ের

মোঃইয়াসিন,সাভার: সাভারের আশুলিয়ায় করোনা ভাইরাস মোকাবেলায় বাজার মনিটরিং কালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা করায় ৪ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৬ মে) রাতে মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে এই মামলা করেন। এর আগে বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে রুটিন অনুযায়ী আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ আশুলিয়ার একটি বাজার পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।

আসামীরা হলেন- আশুলিয়া টঙ্গাবাড়ী এলাকার মৃত মজুল মাদবরের ছেলে রুহুল মাদবর ও আবু তালেব বাবু, একই এলাকার আলি মাদবরের ছেলে আলামিন মাদবর ও সাভার দক্ষিণ পাড়ার মৃত হরিদাসের ছেলে বিপ্লব সাহা।

মামলার এজাহার থেকে জানা যায়, বুধবার সকালে প্রতিদিনের কার্যক্রমের অন্তর্ভূক্ত নিয়ম মোতাবেক আশুলিয়ার একটি বাজার পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার টিম। এসময় সরকারি কাজে বাঁধা প্রদান করে কয়েকজন স্থানীয় ব্যক্তি। পরে স্থানীয় ওই ব্যক্তিদের নেতৃত্বে আরো প্রায় অর্ধশতাধিক ব্যক্তি একত্রিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার টিমের ওপর হামলার চালায় ও তাদের কাজে বাধা প্রদান করে। পরিস্থিতি বেগবান দেখে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যান।

আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি জানান, আশুলিয়ার একটি বাজার পরিদর্শন গেলে কতিপয় অসাধু ব্যক্তি অতর্কিত ভাবে আমাদের ওপর হামলা চালায়। এঘটনায় থানায় জানানো হয়েছে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, সরকারি কাজে বাঁধা প্রদান করায় ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে বিভিন্নস্থানে অভিযান চলছে।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...