সাভার প্রতিনিধিঃ দেশের এই ক্রান্তিলগ্নে যাকে মানবতার ফেরিওয়ালা হিসেবে সাভার বাসী চিনে এবং জানে,তার মহানুভবতার প্রতি ইর্ষান্বিত হয়ে মিথ্যে বানোয়াট সংবাদ প্রচার করেছে একটি কুচক্রি মহল।
বৃহস্পতিবার(১৬ এপ্রিল)কিছু অনলাইন সংবাদ মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নাম উল্লেখ করে ভূয়া-ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়। মিথ্যে সংবাদে উল্লেখিত চেয়ারম্যানদের নিকট সত্যতা যাচায়ে যোগাযোগ কালে তারা বলেন সংবাদটি সম্পূর্ন মিথ্যে ও বানোয়াট।
তারা সংবাদটি জানার পর তাদের ব্যাক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেসবুক)এ বিভিন্ন বিবৃতি প্রকাশ করেন। নিচে স্ক্রিনশট হিসেবে দেওয়া হলো:
এদিকে এই সংবাদ প্রচারে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুমনের কাছে জানতে চাইলে তিনি বলেন, কোন চেয়ারম্যানের কাছ থেকে কোনরকমের চাঁদা গ্রহণ করা হয় নাই। সরকারিভাবে বরাদ্দকৃত 4 লক্ষ 40 হাজার টাকা হতে 2 লক্ষ টাকা খরচ করা হয় বাকি 2 লক্ষ 40 হাজার টাকা এখনো উত্তোলন করা হয়নি।
উপজেলা প্রশাসন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 20 মেট্রিক টন চাল দুই হাজার পরিবারের মধ্যে বিতরণ করেছিলেন এই চালের সঙ্গে 3 কেজি আলু 1 কেজি ডাল 1 লিটার তেল 1 কেজি লবণ একটি কাপড় কাচা সাবান বিতরণ করা হয়। এতে শুধু সরকারিভাবে বরাদ্দকৃত চাল বাদে আলু তেল লবণ সাবান ডাল এগুলো কিনতে 7 লক্ষ টাকা খরচ হয় এরমধ্যে 2 লক্ষ টাকা সরকারি টাকা ব্যয় করা হয়েছে আর পাঁচ লক্ষ টাকা উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব নিজে ক্রয় করে ইউএনও এর কাছে হস্তান্তর করেন। ত্রান সামগ্রী না পাওয়ার দরুন এবং ৩ জন সাংবাদিককে জরিমানা করায় কিছু সাংবাদিক ভুয়া খবর প্রচার করছে।