বিভাগ ঢাকা

আশুলিয়ায় ম্যাজিস্ট্রেটের উপর হামলায় মাস পেরুলেও গ্রেফতার হয়নি কেউ

সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর
Sponsored

মোঃইয়াসিন,সাভারঃ

আশুলিয়ায় বৈশ্বিক করোননা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সামাজিক দুরুত্ব বজায় রাখার লক্ষ্যে বাজার পরিদর্শনে গেলে পুর্ব পরিকল্পিতভাবে আশুলিয়া রাজেস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের ওপর হামলা করেছিলো কিছু অসাধু ব্যবসায়ীরা।

এ ঘটনায় গত ৬ মে আশুলিয়া রাজস্ব সার্কেলের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী (নাজির) ইকবাল হোসেন বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৪৫ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করেন।

এদিকে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার ঘটনায় গত ১০ মে (রবিবার) সাভার উপজেলা নিবার্হী কর্মকর্তা পারভেজুর রহমানসহ পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান(এমপি)।

এসময় প্রতিমন্ত্রী দ্রুত আসামীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ প্রদান করেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ৬ মে বুধবার সকালে আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) রাজস্ব সার্কেল আশুলিয়ায় করোনা কালিন পরিস্থিতে হাট-বাজার মনিটরিং ও ব্যাবস্থাপনা পরিদর্শন করতে যান। এ সময় সাদা টি শার্ট এবং প্যান্ট পরিহিত একজনকে মাস্ক না পড়ার কারণে তার নাম-ঠিকানা জানতে চান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় ওই ব্যক্তি অন্য একজনকে ডেকে আনেন এবং সে ম্যাজিস্ট্রেটকে মারতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সে আরও ৪০-৪৫ জন লোক ডেকে এনে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মনিটরিং টীমের লোকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আবু তালেব, আল আমিন মাদবর, রুহুল মাদবর, বিপ্লব সাহাসহ অজ্ঞাত পরিচয় ৪৫ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়।

মামলার বাদি মোঃ ইকবাল হোসেন জানান, বুধবার সকাল সাড়ে নয়টার সময় সহকারী কমিশনার (ভূমি) আশুলিয়া রাজস্বসার্কেলের জনাব তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ সাথে আশুলিয়া হাটবাজারের অবস্থার পরিদর্শন করতে যাই। অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন লোক ডেকে এনে আকস্মিকভাবে আমাদের উপর আক্রমণ করে এবং এলোপাথারি আঘাত করে।

হামলার ঘটনায় টঙ্গাবাড়ির এলাকার মৃত মজলু মাদবরের ছেলে রুহুল মাদবর ও তার ভাই আবু তালেব বাবু, আলী মাদবরের ছেলে আলামিন মাদবর, ও মৃত হরিদাসের ছেলে বিপ্লব সাহাকে আসামি করা হয়েছে। এছাড়া হামলার সাথে স্থানীয় বাজারের ব্যবসায়ীসহ বর্তমান চেয়ারম্যান শাহাবুদ্দিনের লোকজনও এই ষড়যন্ত্র এবং আক্রমণের সাথে সম্পৃক্ত ছিল।

এদিকে মামলা দায়েরের এক মাস পার হয়ে গেলেও অদ্যবধি হামলার ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে সরকাররি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যেও ক্ষমতার অপব্যবহার সম্পর্কে নানা গুঞ্জন শুরু হয়েছে। তাই যত দ্রুত সম্ভব হামলাকারীদের গ্রেপ্তার করে তাদের মদদ দাতাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বাজারের অন্যান্য ব্যবসায়ীসহ সচেতন এলাকাবাসীরা।

জানতে চাইলে আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, নিয়মিত হাটবাজার পরিদর্শন করা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কাজের অংশ। এরই ধারাবাহিকতায় আমি আশুলিয়ায় হাটবাজার পরিদর্শনে গেলে স্থানীয় লোকজন ও তাদের প্ররোচনায় কিছু অসাধু ব্যবসায়ী আমাদের উপর হামলা করে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ গত এক মাসেও কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলাকারীদের ধরতে ইতোমধ্যে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। তবে আসামিরা পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Sponsored
Leave a Comment

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…

January 12, 2024

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…

January 10, 2024

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…

January 7, 2024

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার…

January 6, 2024

এমনটা কেনো করলেন এ. আর রহমান?

হিরো আলম রবীন্দ্র সঙ্গীত গাওয়ার পর সারা দেশে হইচই শুরু হয়ে যায়। এমনকি ওই প্রতিবাদের…

November 12, 2023

ন্যানোমিটার সেমিকন্ডাক্টর বা চীপ তৈরিতে নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছে চীন

বর্তমানে পশ্চিমা বিশ্বের সাথে সেমিকন্ডাক্টর চিপ নিয়ে বড় ধরনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে রেড জায়ান্ট চীন।…

September 25, 2023
Sponsored