সাম্প্রতিক শিরোনাম

বাজার মনিটরিং কালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলা : থানায় মামলা দায়ের

মোঃইয়াসিন,সাভার: সাভারের আশুলিয়ায় করোনা ভাইরাস মোকাবেলায় বাজার মনিটরিং কালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা করায় ৪ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৬ মে) রাতে মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে এই মামলা করেন। এর আগে বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে রুটিন অনুযায়ী আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ আশুলিয়ার একটি বাজার পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।

আসামীরা হলেন- আশুলিয়া টঙ্গাবাড়ী এলাকার মৃত মজুল মাদবরের ছেলে রুহুল মাদবর ও আবু তালেব বাবু, একই এলাকার আলি মাদবরের ছেলে আলামিন মাদবর ও সাভার দক্ষিণ পাড়ার মৃত হরিদাসের ছেলে বিপ্লব সাহা।

মামলার এজাহার থেকে জানা যায়, বুধবার সকালে প্রতিদিনের কার্যক্রমের অন্তর্ভূক্ত নিয়ম মোতাবেক আশুলিয়ার একটি বাজার পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার টিম। এসময় সরকারি কাজে বাঁধা প্রদান করে কয়েকজন স্থানীয় ব্যক্তি। পরে স্থানীয় ওই ব্যক্তিদের নেতৃত্বে আরো প্রায় অর্ধশতাধিক ব্যক্তি একত্রিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার টিমের ওপর হামলার চালায় ও তাদের কাজে বাধা প্রদান করে। পরিস্থিতি বেগবান দেখে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যান।

আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি জানান, আশুলিয়ার একটি বাজার পরিদর্শন গেলে কতিপয় অসাধু ব্যক্তি অতর্কিত ভাবে আমাদের ওপর হামলা চালায়। এঘটনায় থানায় জানানো হয়েছে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, সরকারি কাজে বাঁধা প্রদান করায় ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে বিভিন্নস্থানে অভিযান চলছে।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...