মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় ২৯ জুলাই জেলা প্রশাসক সহ ২৩ জনের করোনা শনাক্ত। জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায় গতকাল নমুনা পাঠানো হয়েছে –১৯।অদ্যাবধি মোট সন্দেহজনক নমুনা পাঠানো হয়েছে –২৭২২,আজ প্রাপ্ত রিপোর্ট সংখ্যা–৩৯,অদ্যাবধি প্রাপ্ত মোট রিপোর্ট সংখ্যা=২৪৯০।
আজ প্রাপ্ত রিপোর্টে করোনা পজিটিভ -২৩ এর মধ্যে,পৌরসভার ১৫জন(পিটিআই পাড়ার ৪ জন,স্টেডিয়াম পাড়ার ২ জন,পুলিশ লাইনের ৪ জন, পারনান্দুয়ালী, নিজনান্দুয়ালী, সাহাপাড়া,ডিসি বাংলো ও কাউন্সিল পাড়ার ১ জন করে)সদরের আড়াইসাত আঠারোখাদার ১জন,শালিখার ২ জন(উপজেলা পরিষদ কোয়ার্টার ও আড়পাড়া),শ্রীপুরের ৩ জন(তারাউজিয়াল সব্দালপুরের ২ জন,তপনপুর সাচিলাপুরের ১ জন),পেয়ারাতলা,কুষ্টিয়ার ১ জন
,বাঘারপাড়া, যশোরের ১ জন।
অদ্যাবধি মোট করোনা পজিটিভ–৪১৯,আজ নতুন সুস্থ-৭ অদ্যাবধি মোট সুস্থ -২৭৫,বর্তমানে হোম আইসোলেশনে আছেন-১২১। হাসপাতালেভর্তি–৪,রেফার -১১।অদ্যাবধি মৃত-৮ জন।