রফিকুল ইসলাম সুমন, নোয়াখালীঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে নদোনা ইউপির শাকতলা থেকে ২৭ টি দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং নদোনা ইউনিয়েন উত্তর শাকতলা থেকে ২৭ টি দেশীয় অস্ত্রসহ বিভিন্ন মামলার আসামী জাবেদ ও মোঃ সাব্বির কে গ্রেফতার করে সোনাইমুড়ী থানা পুলিশ।
এ সময় তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে উত্তর শাকতলা সাব্বিরের রান্নাঘরে একটি চটের বস্তায় মোড়ানো অবস্থায় ৩টি দেশীয় তৈরি বন্দুক (এলজি) ১টি ১২বোর কার্তুজ, একটি বন্দুকের লোডেড অবস্থায়, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৯টি কিরিচ,২টি বড় ছুরি, ৬ টি রামদা, ১ টি ধামা উদ্ধার করা হয়
তাদের বিরুদ্ধে যুবলীগের সাবেক সভাপতি ইউসুফকে হত্যাচেষ্টার ও পুলিশের গাড়ী ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে থানায় একাদিক মামলা রয়েছে।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সামাদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করি পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এসব অস্ত্র গুলো উদ্ধার করি।এ বিষয়ে তাদের বিরুদ্ধে থানার এস,আই ফারুক হোসাইন বাদী হয়ে মামলা দায়ের করেন ।














