রফিকুল ইসলাম সুমন, নোয়াখালীঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন করে আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।এরা হচ্ছে উপজেলার কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের জেসমিন আক্তার (৪০),বর্তমানে সে পৌর শহরের আজিম চৌধুরীর টিনশেডে ভাড়া বাসায় থাকে, বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের সাইফুল ইসলাম সুজন (২৯) ও সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের দিদার হোসেন (৩২)। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মতিউর রহমান।
এর আগে শুক্রবার ওই ৩ জনের উপসর্গ দেখা দিলে তারা করোনা পরীক্ষার জন্য সেনবাগ সরকারি হাসপাতালে নমুনা সরবরাহ করে।এরপর নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরিত নমুনা পরীক্ষার পর শুক্রবার তাদের শরীরে করোনা শনাক্ত হয় বলে হাসপাতালের পিসিআর ল্যাব থেকে বিষয়টি সেনবাগ উপজেলা স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হয়।
এরপর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাক্তার মতিউর রহমানের নির্দেশনায় সকাল থেকে পর্যায়ক্রমে ওই ৩টি বাড়ি লকডাউন ঘোষণা করে এবং করোনায় আক্রান্ত রোগীদের হোম আইসোলেশনে রেখে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাক্তার নির্ণয় পাল,স্বাস্থ্য পরিদর্শক ওবায়দুল হক ও সেনবাগ থানার এস আই আল আমিন, স্বাস্থ্য পরিদর্শক মোঃ ওমর ফারুক প্রমুখ।
এ নিয়ে সেনবাগে করোনায় মোট ৩২ জন সংক্রমিত হয়েছে।