রফিকুল ইসলাম সুমন:
বিশ্বব্যাপী মহামারী করোনা পরিস্থিতিতে
চিকিৎসা ব্যবস্থায় দেশব্যাপী অক্সিজেন সংকটের কারনে, সেনবাগে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের অক্সিজেন সেবা প্রদানের প্রত্যয়ে, সেচ্ছায় নিজ অর্থায়নে ২ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করবেন সৈয়দ হারুন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ সৈয়দ হারুন।
উল্লেখ্য,বর্তমানে দেশব্যাপী অক্সিজেনের যথেষ্ট পরিমাণ প্রয়োজনীয়তা ও স্বল্পতার কারনেই ইতিমধ্যে সেনবাগে উপজেলা ছাত্রদলের অক্সিজেন ব্যাংক ” নামে একটি মানবিক প্ল্যাটফর্ম গঠিত হয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি “সৈয়দ হারুন ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা,টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ রুহুল আমিন একাডেমীর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ‘সৈয়দ হারুন’ এর দৃষ্টিগোচর হয়।
তারি ধারাবাহিকতায় উক্ত বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে, সম্পূর্ণ মানবিকতার দিক বিবেচনা করে বিশিষ্ঠ সমাজ সেবক ‘”সৈয়দ হারুন “তার প্রতিষ্ঠিত সৈয়দ হারুন ফাউন্ডেশন নামে মানবিক প্লাটফর্মের মাধ্যমে নোয়াখালীর সেনবাগ উপজেলাবাসীকে ২টি অক্সিজেন সিলিন্ডার উপহার হিসেবে খুবশীঘ্রই প্রদান করবেন বলে জানান।