সাম্প্রতিক শিরোনাম

ঈশ্বরদীতে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অপরাধে গ্রেপ্তার ডিলার

ঈশ্বরদী উপজেলার মুলাডুলি মধ্যপাড়া মহল্লা থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে টিসিবির ডাল, চিনি ও ছোলা কালোবাজারে বিক্রির অভিযোগে এক ডিলারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে টিসিবির ৪৫০ কেজি পণ্য উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় ওই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উৎপল কুমার (৪৫) ও খোকন শেখ (৩৫)। তাঁদের মধ্যে উৎপল কুমার জেলার আটঘরিয়া উপজেলা সদরের টিসিবির দায়িত্বপ্রাপ্ত ডিলার। অন্যজন তাঁর সহযোগী। তাঁদের বাড়ি মুলাডুলি মধ্যপাড়া মহল্লায়।

ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, ডিলার উৎপল কুমার বেশ কিছুদিন ধরে টিসিবির নিত্যপণ্য কম দামে বিক্রি না করে কালোবাজারে বিক্রি করছিলেন। সোমবার রাতে তিনি বেশ কিছু পণ্য নিজের গুদাম থেকে কালোবাজারি করে বেশি দামে বিক্রির জন্য মুলাডুলিতে নিজের এলাকায় নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশের একটি দল তাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে খোকন শেখের বাড়ি থেকে ২৫০ কেজি চিনি, ১০০ কেজি মসুরের ডাল ও ১০০ কেজি ছোলা উদ্ধার করা হয়। পরে এসব মালামালসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, এ ঘটনায় দুজনকে আসামি করে থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হবে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির বলেন, তার ডিলারশিপ বাতিলের জন্য সংশ্লিষ্টদের কাছে প্রতিবেদন পাঠানো হবে বলে জানান তিনি।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...