সাম্প্রতিক শিরোনাম

করোনাভাইরাসে আক্রান্ত শুনেই পালিয়ে গেছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ব্যক্তি

তাঁর বয়স ৩৫ বছর। তিনি ঢাকাফেরত এক ইটভাটার শ্রমিক। গতকাল বুধবার সন্ধ্যায় নমুনা পরীক্ষার ফলাফলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়।

বিষয়টি জানার পর রাতেই তিনি কোয়ারেন্টিন ভবনের তিনতলার ছাদ থেকে গাছ বেয়ে নিচে নেমে পালিয়ে যান।

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক হালিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে উপজেলায় মোট সাতজনের করোনা শনাক্ত হলো।

তাঁদের মধ্যে দুজন সুস্থ হয়েছেন। অন্যদের বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ওই যুবক ঢাকার এক ইটভাটায় শ্রমিকের কাজ করেন। ২২ মে ঈদের ছুটিতে বাড়িতে আসেন। স্থানীয় প্রশাসন বিষয়টি জানার পরই তাঁকে উপজেলা সদরের ভাঙ্গুড়া মডেল সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজে স্থাপিত কোয়ারেন্টিন সেন্টারে রাখেন।

২৩ মে তাঁর নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পরীক্ষার জন্য পাঠানো হয়। ২৭ মে নমুনা পরীক্ষার ফলাফলে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। সন্ধ্যায় ওই ব্যক্তি বিষয়টি জানতে পারেন। এরপর রাতেই তিনি কোয়ারেন্টিন সেন্টার থেকে পালিয়ে যান।

সকালে উপজেলা সেচ্ছাসেবীরা বিদ্যালয়ে তাঁকে খাবার দিতে গেলে বিষয়টি টের পান। পরে তাঁরা উপজেলা স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানান।

স্বাস্থ্য বিভাগের সেচ্ছাসেবীরা জানান, কোয়ারেন্টিন সেন্টারের ভবনটি তিনতলাবিশিষ্ট। তৃতীয় তলায় কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছিল।

ওই ব্যক্তি সেখানেই ছিলেন। নিচে প্রধান ফটক তালাবন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, ভবনের ছাদ থেকে পাশের একটি গাছ দিয়ে তিনি নেমে পালিয়ে গেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক হালিমা খানম বলেন, ‘পালিয়ে যাওয়া ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। করোনা শনাক্তের পর তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার প্রস্তুতি চলছিল, এর মধ্যেই তিনি পালিয়ে গেছেন। বিষয়টি নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। স্থানীয় থানা ও জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হয়েছে। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘বিষয়টি জানার পরই তাঁকে খুঁজতে অভিযান চালানো হচ্ছে। পরিবারের লোকজন ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেউ কোনো তথ্য দিতে পারছেন না।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...