সাম্প্রতিক শিরোনাম

বিদ্যুৎ না থাকায় ব্যক্তি উদ্যোগে দীর্ঘ তার, ছিঁড়ে ঘটছে দূর্ঘটনা

পাবনা শহরের পাশেই নেই বিদ্যুতের সংযোগ
মারাত্বক দূর্ঘটনার ঝুকিতে এলাকাবাসী। পাবনা শহরের পাশর্^বর্তী সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের চরবাঙ্গাবাড়ীয়া পূর্বপাড়া এলাকায় বিদ্যুত সরবরাহ লাইন না থাকায় ব্যাক্তিগত উদ্যোগে প্রায় অর্ধ কিলোমিটার দূর থেকে তার টেনে বিদ্যুতের সুবিধা ভোগ করছে কয়েকশত পরিবার।

আর এ সকল বিদ্যুতের তার ছিড়ে মাঝে মাঝেই ঘটছে ছোট ছোট দূর্ঘটনা। যেকোন সময় মারাত্বক দূর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার মানুষ। এলাকাবাসী জানায়, বিগত ২০০৫ সালের দিকে পাবনা শহরের দিক থেকে চরবাঙ্গাবাড়ীয়া পূর্ব পাড়া এসডিএ ভাটা পর্যন্ত বিদ্যুতের পুল স্থাপন করে পাবনা বিদ্যুত উন্নয়ন বোর্ড। আর বিপরিত দিক থেকে বিদ্যুতের পুল স্থাপন করে পাবনা পল্লী বিদ্যুত সমিতি-

১। পরবর্তীতে বিদ্যুত উন্নয়ন বোর্ড একদিক থেকে রাজাহাজীর পূরাতন ভাটা পর্যন্ত আর পাবনা পল্লী বিদ্যুত সমিতি চরবাঙ্গাবাড়ীয়া পূর্বপাড়া জামে মসজিদ পর্যন্ত বিদ্যুত সংযোগ প্রদান করলে মাঝখানে প্রায় অর্ধ কিলোমিটার এলাকা বিদ্যুত সংযোগের বাইরেই থেকে যায়। দীর্ঘ প্রায় ১৫ বছরেও সেখানে বিদ্যুতের সংযোগ পৌছায় নি। এক পর্যায়ে বাধ্য হয়ে এ এলাকার কয়েকশত পরিবার নিজ উদ্যোগে ব্যাক্তিগতভাবে অর্ধকিলোমিটার দূর থেকে তার টেনে বিদ্যুত সংযোগ নেন। এতে ঐ এলাকার রাস্তার পাশ দিয়ে তারের জটলা তৈরি হয়েছে।্ সামান্য বাতাসেই এসকল নি¤œমানের তার ছিড়ে প্রায়ই দূর্ঘটনা ঘটছে।


এলাকার সচেতন মহল জানান এ নিয়ে বেশ কয়েকবার পাবনা বিদ্যুত উন্নয়ন বোর্ডে যোগাযোগ করা হলে তারা আশ^াস প্রদান করলেও আজও তার বাস্তবায়ন চোখে পড়েনি। তারা বলেন বর্তমান সরকারের প্রধান নির্বাচনী ইশতেহার অনুযায়ী যেখানে ঘরে ঘরে বিদ্যুত পৌছে দেয়ার কথা সেখানে পাবনা শহরের একদম নিকটবর্তী এলাকা হওয়া স্বত্তেও আজও বিদ্যুত সুবিধা থেকে বঞ্চিত এ এলাকার মানুষ। দ্রুত ঐ এলাকায় বিদ্যুত সংযোগ প্রদান করে দূর্ঘটনার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন এলাকার সর্বস্তরের মানুষ।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...