ঈশ্বরদী উপজেলার মুলাডুলি মধ্যপাড়া মহল্লা থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে টিসিবির ডাল, চিনি ও ছোলা কালোবাজারে বিক্রির অভিযোগে এক ডিলারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে টিসিবির ৪৫০ কেজি পণ্য উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় ওই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উৎপল কুমার (৪৫) ও খোকন শেখ (৩৫)। তাঁদের মধ্যে উৎপল কুমার জেলার আটঘরিয়া উপজেলা সদরের টিসিবির দায়িত্বপ্রাপ্ত ডিলার। অন্যজন তাঁর সহযোগী। তাঁদের বাড়ি মুলাডুলি মধ্যপাড়া মহল্লায়।
ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, ডিলার উৎপল কুমার বেশ কিছুদিন ধরে টিসিবির নিত্যপণ্য কম দামে বিক্রি না করে কালোবাজারে বিক্রি করছিলেন। সোমবার রাতে তিনি বেশ কিছু পণ্য নিজের গুদাম থেকে কালোবাজারি করে বেশি দামে বিক্রির জন্য মুলাডুলিতে নিজের এলাকায় নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশের একটি দল তাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে খোকন শেখের বাড়ি থেকে ২৫০ কেজি চিনি, ১০০ কেজি মসুরের ডাল ও ১০০ কেজি ছোলা উদ্ধার করা হয়। পরে এসব মালামালসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, এ ঘটনায় দুজনকে আসামি করে থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হবে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির বলেন, তার ডিলারশিপ বাতিলের জন্য সংশ্লিষ্টদের কাছে প্রতিবেদন পাঠানো হবে বলে জানান তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…
পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…
রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…
দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…
Leave a Comment