ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ঈশ্বরদীর আকাশ রাত থেকে মেঘলা রয়েছে। আর হঠাৎ হঠাৎ দমকা হাওয়াও বয়ে যাওয়ার পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতও হচ্ছে।
এদিকে ইতোমধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া বিভাগ। এছাড়া মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়ার জন্য কাজ করছে প্রশাসন।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক বলেন, সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে ঈশ্বরদীতে বুধবার (২০ মে) রাত তিনটা থেকে সকাল ৯টা পর্যন্ত (৬ ঘণ্টায়) ৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈশ্বরদী শিহাব রায়হান বলেন, মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সজাগ থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।