‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০’ উপলক্ষে চাটমোহর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আজ ১ নভেম্বর রবিবার সকাল ১০টায় আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিলো “মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান”।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সহকারি ইন্সট্র্যাক্টার কল্যাণ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগতিক ভাষণদেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল হালিম।
অতিথিবৃন্দের মাঝে বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইছাহক আলী মানিক, জেলা পরিষদ সদস্য মো: হেলাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন- চাটমোহর প্রেসক্লাবের সদস্য রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন প্রমূখ।
আলোচনা সভা শেষে ১২ জন যুবক ও যুব মহিলার হাতে মোট ৫ লাখ ১০ হাজার টাকা ঋণের চেক এবং ৭দিনের প্রশিক্ষণ গ্রহণকারী ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।