চাটমোহর উপজেলা আইন শৃংখলা এবং সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির নভেম্বর-২০২০ মাসের যৌথ সভা আজ ৯ নভেম্বর সোমবার সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলাম।
সভায় বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, থানা অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ওমর ফারুক বুলবুল, পৌর প্যানেল মেয়র মো: নাজিমুদ্দিন মিয়া, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক মো: হেলালুর রহমান জুয়েল, চাটমোহর রিপোর্টার্স ইউনিটি ও চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন ফিরোজ, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক মো: আব্দুল মুতালিব প্রমূখ।
বক্তাগণ, চাটমোহরের চলমান আইন শৃংখলায় সন্তোষ প্রকাশ করেন। আলোচনায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় ইউপি চেয়ারম্যানবৃন্দ, চাটমোহর উপজেলা পরিষদের দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।