পাবনায় করোনা উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলার বাবুপাড়া এলাকার গৃহবধূ করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মহানগর খ্রিষ্টিয়ান মিশনারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এরপর পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসমা খানম জানান, ৩৮ বছর বয়সী ঐ গৃহবধূ কয়েকদিন ধরে জ্বর, কাশি, গলা ব্যথা ও বমিতে ভুগছিলেন।

গতকাল শুক্রবার ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে তাকে দ্রুত রাজশাহীতে স্থানান্তর করেন চিকিৎসক। রাজশাহী মহানগর খ্রিষ্টিয়ান মিশনারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুরের পর তার মৃত্যু হয়।