পাবনায় আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত। নতুন আক্রান্তের মধ্যে একজন ইন্টার্ন ডাক্তার এবং একজন সিনিয়র নার্স রয়েছে। যারা পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত।
আক্রান্তের বাকি দুইজন ভাঙ্গুড়া উপজেলার। ভাঙ্গুড়ার পার্শ্ববর্তী চাটমোটর উপজেলায় আগে থেকেই দুইজন আক্রান্ত রোগী রয়েছেন। ফলে পাবনায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জনে।
করোনা আক্রান্ত রোগীরা তথ্য গোপন করায় তাদের চিকিৎসা সেবা দেয়ায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ও নার্স হয়েছেন কর্তৃপক্ষ জানিয়েছেন।
এর আগে পাবনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় চাটমোহর উপজেলার বামনগ্রামের নারায়নগঞ্জ ফেরত যুবক (৩২)। গত ১৬ এপ্রিল সন্ধ্যার পর তার নমুনা পরীক্ষায় পজিটিভ আসে। পরে একই উপজেলায় আরও ১ জন নারায়নগঞ্জ ফেরত ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়।
এছাড়াও পাবনার সুজানগর উপজেলায় একজন করোনা রোগী শনাক্ত হয়। তবে তিনি ঢাকার বাসিন্দা হওয়ায় তাকে সঙ্গে সঙ্গে ঢাকায় পাঠানো হয় এবং আক্রান্ত হিসেবে ঢাকায় তালিকাভুক্ত হয়।