পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র আহবানে চেম্বার মিলনায়তনে আজ ৯ মে দুপুরে পাবনা জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সমন্বয়ে সামাজিক দূরত্ব বিধি অনুসরণ করে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সভাপতি মো: সাইফুল আলম স্বপন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন পাবনা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো: গোলাম মোর্তুজা বিশ্বাস সনি, পাবনা চেম্বারের পরিচালক এ. বি. এম. ফজলুর রহমান, ভাঙ্গুড়া বণিক সমিতি’র সাধারণ সম্পাদক মো: মেসবাহুল ইসলাম, ফরিদপুর বণিক সমিতি’র সাধারণ সম্পাদক মো: এমদাদুল হক, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক মো: আব্দুল মুতালিব প্রমূখ।
বক্তাগণ, আগামীকাল ১০ মে রবিবার থেকে মার্কেট/ব্যবসা প্রতিষ্ঠান সীমিত পরিসরে খুলে দেয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আরোপিত শর্তসমূহ্ বাস্তবায়ন, সরকার ঘোষিত ব্যবসায়ীদের আর্থিক প্রণোদনা প্রসঙ্গে, ব্যবসায়ীদের সহজশর্তে ঋণ প্রদান প্রসঙ্গে, বিদ্যুতের বাণিজ্যিক বিলের ক্ষেত্রে বিলম্বমাশুল প্রত্যাহারের প্রতি গুরুত্বারোপ করেন।
সভায় পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র পরিচালকবৃন্দ, শহরের বিভিন্ন মার্কেটের প্রতিনিধি এবং বিভিন্ন উপজেলা ব্যবসায়ী/বণিক সমিতি’র সভাপতি/সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।