রাজশাহী সীমান্তে ভারতীয় চো’রাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গু’লিবর্ষণ

গতকাল রাজশাহীর চারঘাট উপজেলার সাহাপুর সীমান্ত এলাকায় বিজিবির সাথে ভারতীয় চো’রাকারবারিদের গো’লাগু’লির ঘটনা ঘটে। রাজশাহী ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, সাহাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে অ’স্ত্র প্রবেশ করবে বলে খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান করেন বিজিবি সদস্যরা।
অ’স্ত্র চো’রাকারবারিরা চালান নিয়ে দেশে প্রবেশের সময় বিজিবির অবস্থান টের পেলে গু’লি চালায়। এ সময় বিজিবিও পাল্টা গু’লি করে।
বিজিবির সামনে তারা টিকতে না পেরে একপর্যায়ে গু’লি করতে করতে ভারত সীমান্ত দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্হল থেকে একটি পি’স্তল, চার রা’উন্ড গু’লি, ও দুটি ম্যাগ’জিন পাওয়া যায়।