শ্রীমঙ্গলে বধ্যভূমির পাশ থেকে স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফিনলের বুরবুরিয়া চা বাগানে বধ্যভূমি’র পাশে থেকে স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে ভানুগাছ রোড ১০ নং এলাকার মতিন মিয়ার বাসার ভাড়াটিয়া মাংস ব্যবসায়ী দুলাল মিয়ার ছেলে ও শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ইব্রাহিম মিয়া রকি (১৫) এর গাছের সাথে বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমকে জানান,মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠাননো হয়েছে।