প্রতিবেশী দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে সিলেট সদর উপজেলায় আল আমিন (২৭) নামে এক যুবক খুন হয়েছে। তিনি সদর উপজেলায় খাদিমনগর ইউনিয়নের ফরিংউড়া গ্রামের মুসা মিয়ার ছেলে। রোববার (৩১ মে) তিনি দুই প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে প্রথমে আহত হন। পরে সোমবার ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানন্দর থানার ওসি শাহাদাত হোসেন জানান, দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া বাধলে তা থামাতে এগিয়ে যান আল আমিন। এ সময় এক পক্ষ আল আমিনকে অন্য পক্ষের ভেবে তার বুকে টেটা দিয়ে আঘাত করে।
পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।