সাম্প্রতিক শিরোনাম

গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দেড় বছর ধরে ডাক্তার নেই: সিপিবি’র মানববন্ধন

গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অবিলম্বে ডাক্তার নিয়োগ ও পরিবার পরিকল্পনা’র ডিডির অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটি। শনিবার (২৪এপ্রিল) বেলা ১২টায় মাতৃসদনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ছাদেকুল ইসলাম, তপন কুমার বর্মণ, সদর উপজেলা নেতা গুলবদন সরকার, যুবনেতা রানু সরকার প্রমুখ।

বক্তারা বলেন, গরীব মানুষের ভরসার জায়গা গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গত দেড় বছর ধরে কোন ডাক্তার নেই, সিজারিয়ান অপারেশন বন্ধ। পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের নিকট বারবার দাবি করা সত্তে¡ও ষড়যন্ত্রমূলকভাবে এখানে কোন ডাক্তার নিয়োগ দেয়া হচ্ছে না। তারা বলেন সিন্ডিকেট করে অত্যন্ত পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে।

কমিউনিস্ট পার্টি গাইবান্ধাবাসীকে সাথে নিয়ে এ ষড়যন্ত্র প্রতিহত করবে বলেও নেতৃবৃন্দ হুসিয়ারী দেন। সেই সাথে তারা উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) অপসারণও দাবি করেন।

উল্লেখ্য প্রায় বছর দেড়েক আগে সেখানকার দায়িত্বরত ডাক্তারের অবহেলায় বেশ কয়েকজন প্রসূতি মাকে রাস্তায়, রিক্সায় সন্তান প্রসব করতে হয়েছিল। গণমাধ্যমে সে সংবাদ প্রকাশিত হলে দায়িত্বরত ডাক্তারকে অন্যত্র বদলী করা হয়। দীর্ঘ সময় পার হলেও সেখানে ডাক্তার পোস্টিং না দেওয়ায় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...