এবার প্রতিদিন বিকেল ৫টার মধ্যে ঢাকা মহানগরীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো বন্ধের নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান দুপুর ২টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এদিকে বাজারে জমায়েতে সংক্রমণের ঝুঁকি যেন না বাড়ে, সেজন্য কাঁচাবাজারগুলোতে একমুখী রাস্তা চালু ও চলাচল নিশ্চিতের নির্দেশও দিয়েছে পুলিশ। ডিএমপি এরই মধ্যে বিভিন্ন স্থায়ী কাঁচাবাজারগুলোতে একমুখী রাস্তা ও চলাচল বাস্তবায়ন শুরু করেছে। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সব ইউনিট প্রধানদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।
আজ রবিবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে ৬ এপ্রিল প্রতিদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপসমূহ খোলা রাখার নির্দেশনা দিয়েছিল ডিএমপি।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, ঢাকা মহানগরীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপসমূহ প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।
ডিসি মাসুদুর রহমান আরো বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ডিএমপি মহানগরীর কাঁচাবাজারগুলোতে একমুখী চলাচল ও বের হওয়ার নির্দিষ্ট পথ চালু করা হয়েছে। নগরবাসীকে সামাজিক দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করে একমুখী চলাচল ব্যবস্থাপনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি।