সাভার প্রতিনিধি: রাজধানীসহ এর আসেপাশের সকল অঞ্চল করোনা ভাইরাসে সংক্রামিত।ঢাকা শহরের কাছের অঞ্চল হিসেবে সাভার কে সবচেয়ে বিপদজনক অঞ্চল হিসেবে ঘোষনা করা হয়েছে পূর্বেই। আশপাশের উপজেলা ও জেলায় লোকজন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন । ওই সব জেলা ও উপজেলার মানুষ সাভারের ওপর দিয়ে যাতায়াত করছেন । এতে তাঁদের মাধ্যমে সাভারের লোকজনও করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন । এ কারণে সাভার হয়ে রাজধানীসহ পাশের জেলা ও উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
আজ সোমবার(১৩ এপ্রিল) সকালে প্রশসনের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের রাজধানীসংলগ্ন সাভারের আমিনবাজারসহ সাভারের প্রবেশপথগুলোয় পুলিশি পাহারা বসানো হয়েছে ।
এভাবেে করোনা ভাইরাস মোকাবেলায় ও ভাইরাস থেকে সাভার অঞ্চলকে মুক্ত রাখতে আগাম প্রস্তুতি সরুপ সাভার উপজেলা এলাকা লকডাউন এর অনর্ভুক্ত করা হয়েছে।
সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান জুমন বলেন, করোনার বিস্তার ঠেকাতে সাভার উপজেলাকে লকডাউন করে দেওয়া হয়েছে। এখন থেকে এখানকার কোনো নাগরিক সাভারের বাইরে যেতে পারবে না । আবার পাশের জেলা ও উপজেলা থেকেও কেউ সাভারে ঢুকতে পারবে না । শুধু পণ্যবাহী গাড়ি ও জরুরি সেবার অন্যান্য পরিবহন চলতে পারবে।