সাভার প্রতিনিধি: ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবীতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবস্থাব ও অবরোধ করেছে শ্রমিকেরা।
বৃহস্পতিবার(১৬ এপ্রিল) ডি ইপিজেড এর
এ ওয়ান কারখানার ১১০০ শ্রমিক বেতন ভাতার দাবীতে পুরাতন ডি ইপিজেড সামনে ঢাকা-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোব সমাবেশ করে, ফলে সকল পন্যবাহী যান চলাচলে বিঘ্ন ঘটে।
বিক্ষুব্ধ শ্রমীকেরা দাবী করে কারখানা কর্তৃপক্ষ তাদের পাওনা তিন মাসের বেতন বকেয়া রেখে কারখানা বন্ধ ঘোষনা করে।
এতে পাওনা বকেয়া বেতন পরিশোধ না করে বার বার গরিমসি করে আসছে কারখানা মালিক পক্ষ।তাই বাধ্য হয়ে তারা তাদের পাওনার দাবীতে মহা সড়কে নেমে এসেছে।এবং তাদের পাওনা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও দাবী জানান শ্রমিক নেতারা।
নিরাপত্তার স্বার্থে সাভার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি টিম সাজোয়া জান নিয়ে অবস্থান করতে দেখা যায়।