মোঃইয়াসিন,সাভারঃ বৈশ্বিক করোনা ভাইরাসের তাণ্ডবলীলায় কর্মজীবন যেখানে থমকে দারিয়েছে,সেই দুর্যোগ মোকাবেলায় উত্তরণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডিআইজি জনাব হাবিবুর রহমানের নিজ উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন।
শনিবার(৯মে)সকাল থেকে সাভার বাড্ডা উচ্চ বিদ্যালয় মাঠে উত্তরণ ফাউন্ডেশন এর পরিচালক বিশিষ্ট সমাজ সেবক জনাব, রমজান আহমেদ এর নেতৃত্বে ডি আই জি হাবিবুর রহমান এর উপহার সামগ্রি বেদে সম্প্রদায়ের নিকট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।সামাজিক দুরুত্ব মেনে প্রায় ৫শতাধিক পরিবারের মাঝে এই ত্রান সহায়তা উপহার প্রদান করা হয়।
খাদ্য সামগ্রী বিতরন কালে রমজান আহমেদ বলেন, উত্তরণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে শ্রদ্ধেয় চেয়ারম্যান, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এই সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের মাঝে করোনা প্রাদূর্ভাব সহ সকল সময়ে খাদ্য সহায়তা সহ জীবন যাত্রার মান উন্নয়নে সহয়তা দিয়ে আসছেন। তাদেরকে করোনা ভাইরাস প্রতিরোধ লক্ষ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ডেটল সাবান প্রদান সহ জীবাণুনাশক স্প্রে করে পুরো এলাকা জীবাণুমুক্ত করা হয়েছে।
এছাড়া পবিত্র মাহে রমজানে বেদে সম্প্রদায়ের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ কর্মসূচি সহ ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরন কালে অন্যান্নের মাঝে উপস্থিত ছিলেন, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ, ঢাকা জেলা(উত্তর)ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার এবং স্থানীয় গণমাধ্যম কর্মী সহ উত্তরণ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক টিম।