ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস’র নতুন উপ-পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার হলেন মোঃ ওয়ালিদ হোসেন।

ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম(বার) স্বাক্ষরিত এক কার্যালয় আদেশের মাধ্যমে এই পদায়ন করা হয়।

উপ-পুলিশ কমিশনার মোঃ ওয়ালিদ হোসেন ২০ তম বিসিএস পুলিশ ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি ডিএমপির প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ ডিভিশনের উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস ডিভিশনের নেতৃত্বে ছিলেন ২০ তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা ও উপ-পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান পিপিএম। অতি সম্প্রতি তিনি পুলিশ সদরদপ্তরে এ্যাসিসটেন্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি-প্রশাসন) হিসেবে যোগদান করেন।