করোনা ক্রান্তিতেও আনন্দের সংবাদ দিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। শুক্রবার (২৯ মে) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী অনিকা তাসলিমা অর্চি।
সাংবাদিকদের আশরাফুল জানান, ছেলে সন্তানের বাবা হয়েছি। ছেলে ও মা দুজনই সুস্থ রয়েছে। গত ২৭ তারিখ আমার স্ত্রী হাসপাতালে ভর্তি হয়। কোনো ধরনের সি-সেক্ট ছাড়াই সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এজন্য তাকে অনেক ধৈর্য ধরতে হয়েছে। এ ধৈর্য আজকাল অনেকে ধরতে পারেন না। তাকে ‘স্যালুট’ জানাই।
এর আগে, ২০১৬ সালের সেপ্টেম্বরে জন্ম নেয় আশরাফুল দম্পতির প্রথম কন্যা সন্তান আরিবা তাসনিম। ২০১৫ সালের ১১ ডিসেম্বর অনিকা তাসলিমা অর্চির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোহাম্মদ আশরাফুল।
সাম্প্রতিক সময়ে বাবা হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন এবং সাকিব আল হাসানও।
উল্লেখ্য, ২০১৩ সালে ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বাংলাদেশের তারকা এ ব্যাটসম্যান। নিষেধাজ্ঞা কেটে গেলেও জাতীয় দলে এখনও ফিরতে পারেননি তিনি।















