নিজস্ব প্রতিবেদক :
বাংলা নাটকের শীর্ষ সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক জরুরি সভায় সীমিত পরিসরে নাটকের শুটিং শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
সরকার আগামী ৩১ শে মে হতে সরকারি অফিস, আদালত, গণপরিবহন সীমিত পরিসরে খুলে দেয়ার সিদ্ধান্তের পরেই শিল্পীরা শর্তসাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে নাটকের শুটিং শুরু করার পরিকল্পনা নিয়েছে।
চার শর্তের বিনিময়ে তারা সীমিত পরিসরে নাটকের কাজ চালিয়ে যাবেন বলে তারা সংবাদ সম্মেলনে জানান। এ শর্তগুলো হচ্ছে ঃ
১. করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে তাই আন্ত:সংগঠন এর শুটিং এর বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে। তবে যাদের কাজ করা অত্যন্ত জরুরি তাদের জীবন- জীবিকার জন্য এদের স্বাস্থ্যবিধি মেনে কেউ শুটিং কার্যক্রমে অংশ নিতে চাইলে তাহলে তিনি তা করতে পারবেন।
২. সংশ্লিষ্ট ইউনিট শুটিং শুরুর আগেই স্থানীয় প্রশাসনের অনুমতি নিতে হবে, যদি তারা না করেন তবে এ ক্ষেত্রে কোনও রকম সমস্যা সৃষ্টি হলে সংশ্লিষ্ট শুটিং ইউনিটকেই তার দায়ভার নিতে হবে।
৩. শুটিং ইউনিটের শিল্পী – কলাকুশলী স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সমস্যা দেখা দিলে প্রযোজনা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সহায়তা নিয়ে তার সমাধান করবে।
৪. এই সিদ্ধান্ত সরকারের ছুটি ও লকডাউন ঘোষণার সাথে সামঞ্জস্যপূর্ণ। শুটিং কার্যক্রম পরিস্থিতির বিবেচনায় বন্ধ করে দেয়া হতেও পারে।