মোঃইয়াসিন,সাভার:
চলমান পোশাক শিল্পের অস্থিতিশীল অবস্থায় নতুন করে কর্মী ছাটাই,বকেয়া পাওনা পরিশোধহীন অঘোষীত কারখানা বন্ধ সহ শ্রমীকদের আন্দোলনের প্রেক্ষিতে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার(১০জুন)সকালে আশুলিয়া, নরসিংহপুর মেডলার এ্যাপারেলস লিঃ ও ভিনটেজ গার্মেন্টস লিঃ এর ৩ শতাধিক শ্রমিক কে চাকুরীতে পুর্নবহাল এবং বকেয়া পাওনাদি , শ্রমিকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে আশুলিয়া-বাইপাইল মহাসড়কের বাইপাইল মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এ সময় শ্রমিকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংহতি বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাভার-আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চল কমিটির সভাপতি শ্রমিক নেতা এ্যাডভোকেট সৌমিত্র কুমার দাশ, সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আনিসুর রহমান আনিস, সাভার আশুলিয়া ধামরাই শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আহমেদ জীবন, মেডলার এ্যাপারেলস লিঃ এর শ্রমিক মিন্টু, রহিমা, আসমা, শরিফুল, মজমুল হক প্রমুখ।
সভায় বক্তাগন বলেন ঈদের আগে ১৯মে কারখানা থেকে অবৈধভাবে ৩ শতাধিক শ্রমিক কে ছাটাই করা হয়। বকেয়া বেতন ও অর্জিত ছুটির টাকা চাওয়ার পর মালিকপক্ষ পরিকল্পিত ভাবে কারখানায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে কারখানা অনিদ্রিষ্ট কালের জন্য বন্ধ করে দেয়। এ সময় বক্তারা বলেন আগামী ৭২ ঘন্টার মধ্যে সমস্যার সমধান না করলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন।