সাম্প্রতিক শিরোনাম

চট্টগ্রামে করোনা শনাক্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছেঃ প্রায় ৬ হাজার আক্রান্ত

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমন ও মৃতের সংখ্যা চট্টগ্রামেও বেড়ে চলছে প্রতিদিন। গত ২৪ ঘণ্টায় চট্রগ্রামে আরও ১৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাতে করে ৫৯১১ জনে এসে দাঁড়ালো চট্টগ্রামের করোনা রোগী। ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বেসরকারি একটিসহ পাঁচটি ৭২১টি নমুনা পরীক্ষা করে এসব সংক্রমণ শনাক্ত হয়। নতুন আক্রান্ত ১৪৮ জনের মধ্যে ৯৪ জন নগরের এবং ৫৪ জন বিভিন্ন উপজেলার। একই সাথে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুও হয়েছে পাঁচজনের। এদের মধ্যে চারজন নগরের এবং একজন উপজেলার বাসিন্দা। ফলে চট্টগ্রামে মোট মৃত্যুর সংখ্যা এখন ১৩৬। তাছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সুস্থ হয়েছেন ৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৭০ জন।

আজ ১৯ জুন শুক্রবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শণাক্ত হওয়াদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি। সেখানে ১১০ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা পজিটিভ মিলেছে। যাদের মধ্যে ৬০ জনই নগরের ও বাকি ১ জন উপজেলার।

একইদিনে, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে ২৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে করোনা পজিটিভ রোগী পাওয়া যায় ২৩ জনের দেহে। যাদের ১৩ জন নগরের ও ১০ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে ২৪ জনের শরীরে। এদের মধ্যে ৬ জন নগরের ও ১৮ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২২ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। যাদের মধ্যে নগরের ৯ জন ও বিভিন্ন উপজেলার ২৫ জন।

এছাড়া চট্টগ্রামের বেসরকারি করোনা পরীক্ষাকেন্দ্র ইম্পেরিয়াল হাসপাতালের লাবে ৯৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে ৬ জনের দেহে, যাদের সবাই নগরের।

অন্যদিকে, এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবের করোনা পরীক্ষার ফলাফলের কোন তথ্য পাওয়া যায়নি।

উপজেলা পর্যায়ে নতুন করোনা শনাক্ত ৫৪ জনের মধ্যে সবচেয়ে বেশি হাটহাজারী উপজেলায়। সেখানে ১৪ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়। এছাড়া ফটিকছড়ি উপজেলায় শনাক্ত হন ৯ জন। অন্যান্য উপজেলাগুলোর মধ্যে লোহাগাড়ায় ৮ জন, সাতকানিয়ায় ৬ জন, বাঁশখালীতে ৫ জন, রাউজান সীতাকুণ্ডে ৪ জন করে এবং আনোয়ারায় ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...