এবারের বিপিএল বিশেষ বিপিএল। বঙ্গবন্ধুর নামকরণে করা হয়েছে এবারের বিপিএল। তাই তো জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা উঠেছে এবারের বিপিএলের। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বলিউড ভাইজান সালমান খান এবং ক্যাটরিনা কাইফ।
তবে এই বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে কোনো টাকা নিতে চাননি সালমান খান। এমটাই জানালেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও বিসিবির পরিচালক শেখ সোহেল।
শেখ সোহেল বলেন, ‘সালমান খান পারিশ্রমিক নিয়ে কখনোই কথা বলেনি। যখন টাকার আলাপ তুলেছি, আমার কাঁধে হাত দিয়ে হেসে বলেছেন, জীবনে টাকা কি সব? তুমি আমাকে এক কাপ চা বানিয়ে দিয়ো। ওটাই খাব। ‘দাবাং থ্রি’ নিয়ে তিনি এত ব্যস্ত ছিলেন, ওই সময় আর কোনো অনুষ্ঠানেই যাননি। ক্রিকেট আর বঙ্গবন্ধুর নাম শুনে আমাদের অনুষ্ঠানে আসতে রাজি হয়েছেন। কোনো টাকা নিতে চাননি। তা-ই নয়, ক্যাটরিনা কাইফকে বলেছেন, তুমিও কোনো পারিশ্রমিক নিয়ো না।’
বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী সালমান খান এ ধরনের অনুষ্ঠানে সাধারণত চার কোটি টাকা পারিশ্রমিক নেন। শেখ সোহেল বলেন, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে এক টাকাও নিতে চাননি! বিসিবি অবশ্য সালমান খানের উদারতার সুযোগ নেয়নি। সালমান খানর দাতব্য প্রতিষ্ঠানে দুই কোটি টাকার চেক দিয়েছে। ক্যাটরিনা কাইফকে দেওয়া হয়েছে ৫০ লাখ টাকার চেক।
শেখ সোহেল আরও বললেন, তাঁরা কেউই সরাসরি টাকা নিতে চাননি। আমরা তাঁদের প্রতি সম্মান দেখিয়ে চেক দিয়েছি।