রাজধানী ঢাকার কমলাপুরের টিটিপাড়া মেথর পট্টি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আজ ২৭ জুন শনিবার সকালে ফায়ার সার্ভিসের সদরদফতরের মিডিয়া উইং থেকে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।
শুক্রবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের সূত্রপাতের পর প্রায় ৫০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট কাজ করা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ খান সংবাদ মাধ্যমকে বলেন, আগুনের সূত্রপাতের এখনো সঠিক কারণ জানাননি ফায়ার সার্ভিস। তারা বলছে চুলা থেকে আগুন লাগতে পারে। তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে পরে জানানো যাবে।