সরকার স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানোর অনুমতি দিলেও তা মানা হচ্ছে না বন্দর নগরী চট্টগ্রামে। শুক্রবার বিকেলে নগরের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ২০ চালক-যাত্রীকে জরিমানা করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক আরও বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানা, বাসে স্যানিটাইজার না রাখা, নকল হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, পানি দিয়ে স্যানিটাইজ করা ও অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে ২০ চালক-যাত্রীকে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। নগরের কয়েকটি স্থানে গণপরিবহনে অভিযান পরিচালনা করে দেখা গেছে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। এছাড়া এসব গণপরিবহনে রাখা হয়নি হ্যান্ড স্যানিটাইজারসহ কোনো সুরক্ষাসামগ্রী। অনেক চালক, কন্ডাক্টর, হেলপার, যাত্রীর মুখে নেই মাস্ক। প্রতি দুই সিটে একজন বসার কথা থাকলেও কয়েকটি গণপরিবহনে তাও মানা হচ্ছে না। কয়েকটি বাসে শুধু পানি দিয়ে স্যানিটাইজ করা হচ্ছিল- যা যাত্রীদের সঙ্গে প্রতারণার শামিল।’