জমির নিবন্ধন ফি দলিলে লেখা দামের ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করেছে সরকার।
দলিলে লেখা মূল্য ১০ হাজার টাকার বেশি না হলে জমির দামের ১ শতাংশ নিবন্ধন ফি দিতে হবে। এক্ষেত্রে সর্বনিম্ন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
আগের আদেশ সংশোধন করে বৃহস্পতিবার নতুন এই আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়।
এতদিন দলিলের মূল্যের ২ শতাংশ হারে নিবন্ধন ফি দিতে হত। তবে দলিলে লেখা মূল্য ৫ হাজার টাকার বেশি না হলে সর্বনিম্ন ফি ছিল ১০০ টাকা।
দলিলে লেখা মূল্য ১০ হাজার টাকার বেশি হলেও নিবন্ধন ফি এক শতাংশই থাকবে। তবে সেক্ষেত্রে কোনো নূন্যতম ফি নির্ধারণ করা হয়নি।