সাম্প্রতিক শিরোনাম

অবৈধ গ্যাস সংযোগ বিস্ফোরন, ইউপি সদস্য সহ ৭ জনের বিরুদ্ধে নিহতদের পরিবারের মামলা

মোঃইয়াসিন,সাভারঃ

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে ১০ বছরের ছেলেসহ ৩ জনের মৃত্যুর ঘটনায় ২ জন ইউপি সদস্য সহ ৭ জনের বিরুদ্ধে নিহতের স্বজন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম।

এর আগে গত ৫ জুলাই ভোরে আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুরের চালাবাজার এলাকায় সামছুদ্দিনের বাড়িতে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় ৩ জন মারা যায়।

ঘটআসামিরা হলো, বাড়ির মালিক সামছুদ্দিন, কেয়ারটেকার জহিরুল, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি কুসুম মোল্লা, তার ভাই হুমায়ন মোল্লা, স্থানীয় ইউপি সদস্য জাকির ও সপু এবং আলমগীর। তারা সবাই আশুলিয়ার দূর্গাপুর এলাকার বাসিন্দা। এরআগেও তাদের বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ রয়েছে।
জানা গেছে, ৫ জুলাই ভোরে ওই এলাকার সামছুদ্দিনের বাড়ির একটি কক্ষে রান্না করার সময় অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়ে ওই বাড়ির ভাড়াটিয়া আবুল কাশেম ও তার স্ত্রী ফাতেমা বেগম এবং তাদের ১০ বছরের ছেলে আর আমীন মারা যান। পরে তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহে লাশ দাফন করা হয়। পরে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন আসামিরা। ৮ জুলাই বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ছুটে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে রাতেই ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন নিহত আবুল কাশেমের মামা আজিজুল ইসলাম।

আশুলিয়া থানার  পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, গ্যাস সংযোগ বিস্ফোরণে ৩ জন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...