ঈদুল আজহার দিন শনিবার (১ আগস্ট) থেকে তৃতীয় দিন সোমবার (৩ আগস্ট) পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে।
সোমবার রাতে ডিএসসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঈদের তৃতীয় দিনে ডিএসসিসি এলাকায় যেসব কোরবানি হয়েছে তার বর্জ্য ওইদিন রাত পৌনে ৯টার মধ্যে অপসারণ করা হয়। এ নিয়ে গত ৩ দিনে মোট ১৪ হাজার ৯২১ মেট্রিকটন বর্জ্য অপসারণ করা হয়েছে। তিন দিনে মোট চার হাজার ৬০৬টি ট্রিপের মাধ্যমে এসব বর্জ্য অপসারণ করে মাতুয়াইলের ভাগাড়ে (ল্যান্ডফিলে) স্থানান্তর করা হয়েছে।
প্রথম দুই দিনে তিন হাজার ৩৯১টি ট্রিপের মাধ্যমে পশুর বর্জ্য অপসারণ করা হয় ১১ হাজার ১৯৮ মেট্রিকটন। সে হিসেবে ঈদের তৃতীয় দিন কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও স্থানান্তর করা হয়েছে তিন হাজার ৭২৩ মেট্রিকটন।