দেশে প্রথম করোনা শনাক্তের আজ পাঁচ মাস পূর্ণ হলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত মহামারী পাঁচ মাসপূর্ণ হবার তিন দিন বাকি। এর মধ্যে সারাবিশ্বে করোনায় কেড়ে নিয়েছে ৭ লাখ ২৪ হাজার ১৯৪ জন এর মধ্যে বাংলাদেশের ৩ হাজার জনের প্রাণ।প্রথম ২/৩ মাসে জনমনে যে আতঙ্ক বিরাজ করছিলো তা এখন অনেকাংশেই কমে এসেছে। করোনাকে সাথে নিয়ে পথ চলতে শুরু করেছে বিশ্বের প্রায় ২১৩ টি দেশের জনগণ। সরকার গুলোও জীবন ও জীবিকার সমন্বয় সাধনে নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছেন।
আজ ৮ আগস্ট শনিবার দুপুরে দেশের রাজধানী ঢাকার মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রতিদিনের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে দেশের সর্বশেষ তথ্য জানান অধিদপ্তরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।
ডাঃ নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে ৮৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৫২৯ পরীক্ষা করা হয় ১১ হাজার ৭৩৭ টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১২ লাখ ৪৯ হাজার ৫০৭ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬১১ জনের মধ্যে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৫৫ হাজার ১১৩ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩২ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো তিন হাজার ৩৬৫ জনের পাশাপাশি গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ২০ জন মোট ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন।
বুলেটিনে ডা. নাসিমা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ২৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৭ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। আজ মৃতদের লিঙ্গ বিভাজনে পুরুষ ২৫ নারী ৭ জন।
এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী আজ শনিবার দুপুর ২ ঘটিকা পর্যন্ত, বৈশ্বিক মহামারী করোনায় বিশ্বে মৃত্যু হয়েছে ৭ লাখ ২৪ হাজার ১৯৪ জনের। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৫ লাখ ৫০ হাজার ২৩৩ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৫১ হাজার ১৮ জন। চিকিৎসাধীন রয়েছেন আরও ৬২ লাখ ৭৫ হাজার ২১ জন আর আশংকা জনক অবস্থায় আছেন ৬৪ হাজার ৯৯৪ জন।
উল্লেখ্য,দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে দুই লাখ ৫৫ হাজার ১১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে।