আসিফের সাথে গান গেয়ে স্বপ্ন পূর্ণ করলো নোবেল

নোবেল তার ভ্যারিফায়েড ফেসবুকে জানালেন, ‘তার স্বপ্ন সত্য হয়েছে। যার সঙ্গে জুড়ে আছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।’ ভিডিও শেয়ার করে নোবেল রোববার (৬ সেপ্টেম্বর) সাথে লেখেন, ‘ড্রিম কামস ট্রু।’ সেখানে গিটার বাজিয়ে আসিফের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মেলালেন নোবেল।

Dream comes true ❤️Video credit – my dear wife ?

Publiée par Noble Man sur Samedi 5 septembre 2020

আসিফের জনপ্রিয় গান ‘কখনো মাঝে মাঝে’র কাভার করেন তিনি। সেই গানটিই দুজনের কণ্ঠে শোনা গেল নোবেলের শেয়ার করা ভিডিওতে। সপ্তাহ তিনেক আগে প্রকাশ হয়েছে নোবেলের দ্বিতীয় মৌলিক গান। ‘ও শ্রাবণ’ শিরোনামের সিঙ্গেলটি তিন লাখের বেশিবার দেখা হয়েছে ইউটিউবে।

আরও পড়ুন…

এর আগের গান ‘তামাশা’ দেখা হয়েছে ২৮ লাখবার, কিন্তু নেতিবাচক প্রচারণার জেরে ডিজলাইক পেয়েছে পাঁচ লাখের কাছাকাছি, আর লাইক ছিল ৪৭ হাজার।