করোনার কারণে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আজ রবিবার থেকে একাদশ শ্রেণিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরু করেছে রাজধানীর ঐতিহ্যবাহী শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ।
এর আগে গতকাল সকাল ১১টায় অনলাইনে একাদশের শিক্ষার্থীদের বরণ করে নেন কলেজ কর্তৃপক্ষ।
অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রহমানের সভাপতিত্বে এইচএসসি ২০২০-২০২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের অনলাইন পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. সাজাহান মিয়া।
কলেজ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থাপনায় ছিলেন স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক সৈয়দ খালিদ মাহমুদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মো. বদরুল ইসলাম, কামরুল হাসান ও শাহ উম্মে সালমা। এবারের ভর্তি কমিটির আহ্বায়ক ছিলেন আসমা পারভীন।
কমিটির সদস্য ছিলেন বিপ্লবী শিখা, মাহবুব খলিল, আজাদুল ইসলাম, আলমগীর হোসেন, আকলিমা বেগম ও মিজানুর রহমান। ভর্তি কমিটিকে সার্বিক সহযোগিতা করেন এ এইচ এম মনিরুজ্জোহা।