ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ের পক্ষ থেকে উ’চ্ছেদ অ’ভিযান পরিচালনা করা হয়েছে। গত সোমবার দুপুরে আখাউড়া উপজেলা সদরের লালবাজার এলাকায় ইয়াছিন খাঁন মার্কেটের ১৮টি দোকান গুঁড়িয়ে দেয়া হয়েছে।
ক্ষ’তিগ্রস্ত ব্যবসায়ী খোকন খান, লিটন চন্দ্রদেব, খলিলুর রহমান, আব্দুল আওয়ালসহ অনেকে জানান, পূর্ব কোনো ঘোষণা ছাড়াই রেলওয়ের পক্ষ থেকে হঠাৎ করে উ’চ্ছেদ অ’ভিযান শুরু হয়। এ সময় তারা দোকান থেকে পণ্য সামগ্রী সরাতে পারেননি।
আ’কস্মিক অ’ভিযানের কারণে স্বর্ণের দোকান, ফার্নিচার, মোবাইল ফোনের দোকান ব্যবসায়ীরা বেশ ক্ষ’তির সম্মুখীন হয়েছেন। তারা ক্ষ’তিপূরণ দাবি করেছেন। এ ব্যাপারে রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ৪ দিন আগে উ’চ্ছেদ সম্পর্কে এলাকায় মাইর্কিং করা হয়েছে। ব্যবসায়ীদের অ’ভিযোগ সঠিক নয়।