বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মেগাস্টার মিঠুন চক্রবর্তী। অনেকের ধারণা ছিল, সরাসরি বিজেপির রাজনীতিতে দেখা যাবে মিঠুনকে। অংশ নেবেন বিধানসভা নির্বাচনেও।
কিন্তু তার ভিন্ন চিত্র দেখা গেছে মঙ্গলবার (২৩ মার্চ) ঘোষিত বিজেপির প্রার্থী তালিকায়। একাধিক চমক থাকলেও তালিকায় নেই মিঠুন চক্রবর্তীর নাম।
পাশাপাশি একাধিক তারকা প্রার্থীকে ভোটের টিকিট দেওয়া হয়নি।সে তালিকায় আছেন রিমঝিম মিত্র, কাঞ্চনা মৈত্র, রূপা ভট্টাচার্য, জয় বন্দ্যোপাধ্যায়, রূপাঞ্জনা, অনিন্দ্য, পুলক বন্দ্যোপাধ্যায়সহ অনেকে।
দলের একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাদের। পথে নেমে আন্দোলনও করেছেন কেউ কেউ। তাতেও টিকিট পাননি তারা।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, কাশীপুর-বেলগাছিয়ায় বোনের বাড়ির ঠিকানায় ভোটার হয়েছেন মিটুন চক্রবর্তী। তারপর গুঞ্জন উঠেছিল ওই কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুপারস্টার।
ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয়েছে শিবাজী সিংহরায়কে।