নোয়াখালীতে করোনার প্রকোপ না কমায় জেলা শহরে পৌরসভা ও ছয়টি ইউনিয়নে চলমান কঠোর লকডাউন আরো এক সপ্তাহ বাড়িয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে জেলার বেগমগঞ্জ উপজেলার দুটি ইউনিয়ন এবং চৌমুহনী পৌরসভাকে এ লকডাউনের আওতায় আনা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় চলমান লকডাউনে চৌমুহনী পৌরসভা এবং বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর ও একলাশপুর ইউনিয়নে লডডাউন ঘোষণা করা হয়।
নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, প্রথম ধাপে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে সাতদিন লকডাউন ঘোষণা করা হয়।
তবে করোনার প্রকোপ না কমায় চলমান এ লকডাউন তৃতীয় দফায় আরো সাতদিন বর্ধিত করা হয়েছে। পাশাপশি জেলার বেগমগঞ্জ উপজেলার দুটি ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভাকেও অন্তভুক্ত করা হয়েছে।
আগামী ২ জুলাই রাত ১২টা পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে। একই সঙ্গে আগের সব বিধি-নিষেধ বহাল থাকবে।
তিনি আরে জানান, লকডাউনকে আরো কার্যকর করতে বন্ধ থাকবে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল।