ভবনের নিরাপত্তার দায়িত্ব মালিকদেরই নিতে হবে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ভবনের নিরাপত্তার দায়িত্ব মালিকদেরই নিতে হবে। রবিবার রাতে মগবাজারে বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে সাতজন নিহত হয়। এ ছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ৩৮ জনকে ভর্তি করা হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকার এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

যারা ব্যবসা করছেন নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। ইলেকট্রিকাল সেফটি, বিল্ডিং সেফটি, গ্যাসের সেফটির দিকে আমাদের সজাগ ও সচেতন হতে হবে।

যারা ২০তলা ভবন বানাবেন, তাদের সেই ভবনের সেফটির দায়িত্ব মালিককেই নিতে হবে।

সামান্য ভুলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করতে হবে।