নোয়াখালীতে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে। এছাড়া এসময়ে নতুন করে আরও ১৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য ও দোকান খোলা রাখায় জেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১২২টি মামলায় ৭৭ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
নোয়াখালী জেলা প্রশাসক মো.খোরশেদ আলম খান বলেন, লকডাউনের কারণে কর্মহীন মানুষদেরকে খাদ্য সহায়তার দেওয়া হচ্ছে প্রতিটি উপজেলায় প্রশাসনের পক্ষে থেকে।